পঞ্চমীতেই খুলে দেওয়া হল রামঠাকুর সংঘের পূজা মণ্ডপের

আগরতলা : রাজধানীর বিগ বাজেটের পূজা গুলির মধ্যে একটি হল রামঠাকুর সংঘের পূজা।পঞ্চমীর সন্ধ্যায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হল রাজধানীর রাম ঠাকুর সংঘের পূজা মণ্ডপ। রাম ঠাকুর সংঘের পূজা মণ্ডপের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন রাম ঠাকুর সংঘের একটা ঐতিহ্য রয়েছে। প্রতি বছর বড় বাজেটের দুর্গা পুজার আয়োজন করে থাকে। অন্যান্য বছরের ন্যায় এই বছরও বড় বাজেটের দুর্গা পুজার আয়োজন করেছে রাম ঠাকুর সংঘ। সাংসদ রাজীব ভট্টাচার্য সকলকে দুর্গা পুজায় আনন্দ করার আহ্বান জানান। তবে নিজের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারন হয়ে না দাড়ায়, সেই দিকে লক্ষ্য রাখার জন্য বলেন সকলকে। পাশাপাশি পুজার দিন গুলিতে সকলকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। উদ্বোধনী দিনেই ব্যাপক দর্শনার্থী সমাগম ঘটে।

Related posts

Govt committed to develop sports infrastructure in urban, rural areas: CM

প্রথমবারের মতো ত্রিপুরায় আসছেন দেশের খ্যাতনামা সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল

অটল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখ্যমন্ত্রী