কদমতলার ঘটনা নিয়ে প্রশাসনের ভূমিকায় ক্ষোভ জানালেন ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমায়ে হিন্দ-র নেতৃত্ব

আগরতলা : কদমতলার ঘটনা নিয়ে প্রশাসনের ভূমিকায় ক্ষোভ জানালেন ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমায়ে হিন্দ।কদমতলায় বহু দোকানপাট নষ্ট হয়েছে। কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এর প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমায়ে হিন্দ। বুধবার সংগঠনের তরফে আগরতলা শিবনগর গেদু মিয়ার মসজিদে সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের সভাপতি মুফতি তৈয়ীবুর রহমান। তিনি অভিযোগ করেন পুলিস প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে দুষ্কৃতকারীরা সুযোগ পেয়ে এসব করেছে। তাই জমিয়তের তরফে সরকারের কাছে দাবি জানানো হয় শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করে রাজ্যের বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে সংহতি- সম্প্রীতি ও শান্তি ফিরিয়ে আনার জন্য বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করার। যেখানে এধরণের ঘটনা ঘটবে সেসব জেলার এস পি , ডি এম-দের অপসারিত কিংবা বদলি করতে হবে যাতে কোথাও এ ধরণের ঘটনা না ঘটে। এছাড়াও তারা দাবি জানায় যারা আইন নিজের হাতে তুলে নেবে তাদের বিরুদ্ধে প্রশাসন যাতে কঠোর শাস্তির ব্যবস্থা করে। সভাপতি অভিযোগ করেন প্রশাসনের ত্রুটি ও সরকারের নিস্ক্রিয়তার কারণে এসব হচ্ছে। নাহলে ত্রিপুরায় সকল ধর্মের জাতীর মধ্যে এতো ভ্রাতৃত্বের মধ্যে কেন এমন হচ্ছে? তিনি আরও অভিযোগ করেন প্রশাসন নিরপেক্ষ ভূমিকা নিচ্ছে না। দোষীদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ। এক কথায় সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন সংগঠনের নেতৃত্ব।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি