আগরতলা : দীর্ঘ ১০ বছর পর জম্বু কাশ্মীরে ভোট হয়েছে। কিন্তু বিজেপি যেসব কাণ্ড কারখানা করে ভোট করেছে তারা ভেবেছিল তাদের জয় নিশ্চিত। কিন্তু জম্বু কাশ্মীরের মানুষ প্রমাণ করে দিয়েছেন বিজেপি সরকারের যে নীতি গণতন্ত্রিক অধিকার হরণ করেছে এবং উলটপালট করে একটি রাজ্যকে দুটি রাজ্য করেছে। এই চক্রান্ত ও ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে ইন্ডিয়া জোটকে জয়ী করে মানুষ বার্তা দিয়েছে ভারতীয় জনতা পার্টি কার্যকলাপ তারা সমর্থন করেনি। তাই জম্বু কাশ্মীরের এই জয় সারা দেশবাসীর জয়। আগামী দিন জম্বু কাশ্মীরের জয় গোটা দেশবাসীকে উৎসাহিত করবে। বুধবার এক সাক্ষাৎকারে এই কথা বলেন পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি আরো বলেন, আগামী দিন এভাবেই ভারতীয় জনতা পার্টিকে মোকাবিলা করা সম্ভব।হরিয়ানার ফলাফলের প্রসঙ্গে মানিক সরকার বলেন কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে সেই রাজ্যের তিনটি জেলায় ইভিএম মেশিনের গোলযোগ লক্ষ্য করতে পেরেছে তারা। এ বিষয় নিয়ে আগামী বৃহস্পতিবার তারা নির্বাচন কমিশনে গিয়ে সুনির্দিষ্ট তথ্য জমা দেবে। সুতরাং এ বিষয়টি কোনভাবেই উড়িয়ে দেওয়া যায় না। কারণ এক্সিট পুলে লক্ষ্য করা গেছে বিজেপি-র সমর্থন ছিল না হরিয়ানায়। ক্ষমতায় আসতে চলেছে ইন্ডিয়া জোট। এমন পরিস্থিতিতে বিজেপি টেনে হিচড়ে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় অত্যন্ত সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কাশ্মীর ও হরিয়ানার ফলাফল নিয়ে মানিক সরকারের প্রতিক্রিয়া
80