রীতি নীতি মেনে হল ষষ্ঠী পূজা

আগরতলা : বুধবার ষষ্ঠী। এদিনই হল দেবীর বোধন। মণ্ডপে মণ্ডপে নিয়ম মেনে হয় দেবীর বোধন।দীর্ঘ এক বছরের প্রতিক্ষার অবসান। ধর্মীয় রীতি মেনে এদিন সকালে বিভিন্ন পূজা মণ্ডপে হয় ষষ্ঠী পূজা। নিয়ম নিষ্ঠার সঙ্গে হয় ষষ্ঠী পূজা। ষষ্ঠী পুজায় ভক্তপ্রান মানুষের ভিড় ছিল লক্ষ্যনীয়। রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ গুলিতে ধর্মীয় রীতি মেনে হয় ষষ্ঠী পূজা। এক মণ্ডপের পুরোহিত জানান মঙ্গলবার রাত্রি ৭ টা ১০ মিনিট থেকে ষষ্ঠীর তিথি শুরু হয়। ষষ্ঠী পুজার সময়সীমা শেষ হয় বুধবার সকাল ৭ টা ৩২ মিনিটে। ষষ্ঠী পূজা শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছে সপ্তমী পুজার তিথি। বৃহস্পতিবার সকাল ৭ টা ২৬ মিনিট থেকে শুরু হয়ে যাবে অষ্টমী পুজার তিথি। শুক্রবার সকাল ৭ টা ১৩ মিনিট থেকে শুরু হয়ে যাবে নবমী পুজার তিথি।এবছর অষ্টমীর দিনেই হবে তিথি অনুযায়ী নবমী পূজা। এদিকে এদিন আগরতলা ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতেও হয় দেবীর বোধন নিয়ম মেনে।

Related posts

ড্রাগস সহ ৫ জন গ্রেপ্তার রাজধানীতে

সাড়া জাগিয়ে শুরু হয়েছে যুব সংসদ প্রতিযোগিতা

সরকারকে তিন মাস সময় বেঁধে দিল আত্মসমর্পণকারী বৈরীরা