আগরতলা : ষষ্ঠীর সকালে রাজধানীর পিৎজাহাটে অভিযান চালাল প্রশাসনের টিম।অভিযোগ পেয়ে রাজধানীর পিৎজাহাটে অভিযান চালাল প্রশাসনের টিম। অভিযানে মিলেছে কিছু অনিয়ম। পিৎজাহাটকে নোটিশ দেওয়া হবে বলে জানান প্রশাসনের আধিকারিকরা। রাজধানীর বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন রেস্তোরাঁ সহ খাবারের দোকান। অভিযোগ অনেক গুলি খাবারের গুনমান সহ বিভিন্ন অভিযোগ প্রায়শই উঠে গ্রাহকদের কাছ থেকে। অভিযোগ বিশেষ করে দুর্গা পূজার সময়ে অনেক খাবারের দোকানে থাকে না গুণমান। কিন্তু সদর মহকুমা প্রশাসনের তরফে নিয়মিত কোন অভিযান করা হয় না বলে অভিযোগ। মাঝে মধ্যে লোক দেখানো অভিযান চালানো হয় বলেও অভিযোগ আমজনতার। এই অবস্থায় এবার এক ছাত্রের তরফে অভিযোগ পেয়ে অভিযানে নামলো প্রশাসনের টিম। ষষ্ঠীর দিনে প্রশাসনের টিম অভিযান চালায় রাজধানীর পিৎজাহাটে। মিলে অভিযানে অনিয়ম। এক আধিকারিক জানান নোটিশ দেওয়া হবে তাদের। তিনি জানান কনজিউমার ক্লাবের সুফল এটি। খাদ্য দপ্তরের তরফে রাজ্যের বিভিন্ন স্কুল কলেজে গড়ে তোলা হচ্ছে কনজিউমার ক্লাব। যে ছাত্র অভিযোগ করেছে সে এমনই একটি ক্লাবের সদস্য।
অভিযোগ পেয়ে রাজধানীর পিৎজাহাটে অভিযান প্রশাসনের
109