নবমীতে দুর্গা বাড়িতে দেওয়া হল মহিষ বলি

আগরতলা : রীতি মেনে আগরতলার দুর্গা বাড়িতে হল অষ্টমী ও নবমী পূজা। পাশাপাশি নবমী পূজার পর রীতি মেনে দেওয়া হয় মহিষ বলি। শহর ও শহরতলীর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা নবমী পুজোয় অংশ নেন। সকলের সঙ্গে দুর্গা বাড়িতে মহানবমীর অঞ্জলি নেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। দুর্গা বাড়িতে সম্পন্ন হয় বলী। এই বলী দেখার কোন উপক্রম ছিল না সাধারণের। বলি দেওয়ার আগে সমস্ত ধর্মীয় আচার সম্পন্ন করা হয়। দেওয়া হয় গার্ড অফ অনার। দুর্গা বাড়ির প্রধান পুরোহিত ও রাজ চন্তাইয়ের উপস্থিতিতে বলি সম্পন্ন হয়। একটি মহিষ বলি দেওয়া হয় নবমী পূজায়। বলী প্রদান শেষে মূল মন্দির খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। দুর্গা বাড়ির পুরোহিত জানান শনিবার সকালে হবে অভিক নবমী পূজা। তারপর হবে দশমী পূজা। দশমী পূজা শেষে ঘট চলে যাবে রাজ বাড়িতে। নারায়ন যাবে লক্ষ্মিনারায়ন বাড়িতে। পরে প্রতিমা নিরঞ্জন দেওয়া হবে।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে