বীরচন্দ্র মনুর শহীদদের প্রতি শ্রদ্ধা সিপিএম-র

আগরতলা : প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় বীরচন্দ্র মনুর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। সিপিএম এর তরফে স্মরণ করা হয় তাদের।অবিভক্ত বিলোনিয়া মহকুমার বীরচন্দ্র মনুতে দলীয় কার্যালয় খুলতে গিয়ে ১৯৮৮ সালের ১২ অক্টোবর দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছিলেন সিপিআইএম দলের ১৩ জন নেতা কর্মী ও দেহরক্ষী। শনিবার রাজধানীর মেলারমাঠস্থিত সিপিআইএম রাজ্য কার্যালয়ে ১২ অক্টোবরের ঘটনায় নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যরা। উপস্থিত সকলে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন,তৎকালীন সময়ের মতো বর্তমানে আরো একটা কালোদিন চলছে। এই স্মরণ সভা বীরচন্দ্র মনু বাজারের শহীদ মিনারে পালন করার কথা ছিল। কিন্তু প্রশাসন থেকে অনুমতি পাওয়া যায়নি। সুতরাং, সরকারি মেশিনারি শক্তিকে কব্জা করে বর্তমান শাসক দলের সৃষ্ট ভয়ঙ্কর দিনে শহীদ মিনারে গিয়ে পর্যন্ত চোখের জল ফেলা যায় না।

Related posts

এনসিসির এক ভারত শ্রেষ্ঠ ভারত শিবিরের প্রায় ৫০০ ক্যাডেট অংশ গ্রহণ করে

শিশু শ্রম বন্ধে অভিযানে নেমে রাজধানীতে উদ্ধার দুই কিশোর

রাজধানীতে প্রতিবাদ কর্মসূচী ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের