শ্বশুরবাড়িতে শাশুড়ি ও স্ত্রীকে নৃশংস খুন করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে

আগরতলা : শ্বশুরবাড়িতে শাশুড়ি ও স্ত্রীকে নৃশংস খুন করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্তকে জালে তুলল পুলিস। পারিবারিক ঝামেলার জেরে নৃশংসভাবে খুন মা-মেয়ে। ঘটনা শনিবার গভীর রাতে হাঁপানিয়া ওএনজিসি নেতাজিনগর এলাকায়। জানা যায় হাঁপানিয়া ওএনজিসি নেতাজিনগর এলাকার বাসিন্দা সোমা আচার্য-র মেয়ে তনুশ্রী আচার্য-র বিয়ে হয় মধুপুর এলাকার বাসিন্দা সমরজিৎ চৌধুরীর। তাদের বর্তমানে দুই ছেলে রয়েছে। আনুমানিক দুই বছর পূর্বে দম্পতির মধ্যে ঝামেলা শুরু হয়। দেড় বছর আগে তনুশ্রী দুই ছেলেকে স্বামীর বাড়িতে রেখে সে বাপের বাড়িতে মায়ের কাছে চলে আসে। বর্তমানে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। স্বামী সমরজিৎ চৌধুরীর সন্দেহ শাশুড়ি সোমা আচার্য-র কারনে তাদের সংসারে অশান্তি চলছে। এই ঘটনার রেশ ধরে পরিকল্পনা করে সমরজিৎ চৌধুরী শনিবার রাতে ধারালো দা দিয়ে শ্বশুরবাড়িতে উপস্থিত হয়। সেই সময় সোমা আচার্য ও তনুশ্রী আচার্য পূজা দেখতে বের হয়। পূজা দেখে তারা বাড়িতে ফিরে গেলে সমরজিৎ আচার্য ধারালো দা দিয়ে শাশুড়ির গলায় কোপ দেয়। মাকে বাঁচাতে ছুটে যায় তনুশ্রী। তখন তারও গলায় ধারালো দা দিয়ে কোপ দেয় সমরজিৎ চৌধুরী। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মা-মেয়ের। তারপর সমরজিৎ চৌধুরী মধুপুর নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় আমতলি থানার পুলিশ। মধুপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সমরজিৎ চৌধুরীকে। পশ্চিম জেলার পুলিশ সুপার কিরন কুমার কেও ঘটনাস্থলে ছুটে যান। জেলা পুলিশ সুপার জানান সমরজিৎ চৌধুরী ও তনুশ্রী আচার্য-র মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। এরই মধ্যে তনুশ্রী দুই যুবকের সাথে গাড়ি করে ঘুরতে বের হয়। সেই ভিডিও পোস্ট করা হয় সামাজিক মাধ্যমে। সেই ভিডিও দেখার পর সমরজিৎ চৌধুরী উত্তেজিত হয়ে যায়। তখনই সে স্ত্রী সহ শাশুড়িকে হত্যা করার পরিকল্পনা করে।রবিবার সকালে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞদের। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। উদ্ধার করা হয় হত্যার কাজে ব্যবহার করা ধারালো দা টি। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর মৃতদেহ দুইটি ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related posts

Liver, Bone Marrow transplants soon, talks on: CM

কৈলাস রাইয়ের মৃত্যু নিয়ে ফের রাজ্যের আইন- শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধীরা

Rs 141.82 Cr sanctioned for Janjatiya welfare under DAJGUA: Minister