যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু সাব ইন্সপেক্টরের

FB IMG 1728837727181

আগরতলা : মর্মান্তিক- হৃদয়বিদারক ঘটনা। উৎসবের দিন গুলিতেও যান দুর্ঘটনা অব্যাহত রাজ্যে। এবার পথের বলি রাজ্য পুলিসের এক সাব ইন্সপেক্টরের। ঘটনাটি ঘটে শনিবার রাতে। মৃতের নাম ডেভিড ডার্লং। তিনি ভাঙমুন থানায় কর্মরত ছিলেন। শনিবার রাতে নিজস্ব গাড়ি নিয়ে ডেভিড ডার্লং দামছড়া থেকে ভাঙমুন যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে জম্পুই এলাকায় প্রায় দেড়শো ফুট খাদে পড়ে যায় গাড়িটি৷ঘটনা নজরে আসে প্রথমে স্থানীয় লোকজনের। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব ইন্সপেক্টরকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে সহকর্মী সহ পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়