হাওড়া নদীর দশমীঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন

আগরতলা : নিয়ম অনুযায়ী শনিবার থেকেই শুরু হয়ে গেছে দুর্গা প্রতিমা নিরঞ্জন।রবিবারও সকাল থেকে শুরু হয়েছে হাওড়া নদীর দশমী ঘাটে প্রতিমা বিসর্জন।বাড়ি ঘরের মূর্তি সহ ছোট ছোট ক্লাবের মূর্তি গুলি বিসর্জন দেওয়ার কাজ চলছে। দশমীঘাট এলাকায় দেখা যায় সারি সারি মূর্তি বিসর্জন দেওয়া হচ্ছে। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে মূর্তি বিসর্জনের জন্য সকল ধরণের ব্যবস্থা করা হয়েছে। ক্রেনের মাধ্যমে নিরঞ্জন করা হচ্ছে মূর্তি। রয়েছে পুর নিগমের কর্মী।

ডাকের বাজনা, উলুধ্বনিরও ব্যবস্থা রয়েছে দশমীঘাটে। রবিবার প্রতিমা নিরঞ্জনের সময় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি এক সাক্ষাৎকারে জানান শনিবার থেকে প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে। শনিবার ৬৩ টি প্রতিমা নিরঞ্জন করা হয়েছে। রবিবারও প্রতিমা নিরঞ্জন চলছে সকাল থেকে। এবার আধুনিক পদ্ধতিতে দশমীঘাটে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। তিনটি ক্রেনের ব্যবস্থা করা হয়েছে। পুর নিগমের ১০০ জন কর্মী রয়েছে প্রতিমা নিরঞ্জনের জন্য। মানুষ যেন সুন্দরভাবে প্রতিমা নিরঞ্জন দেখতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। হাওড়া নদীর নিরঞ্জন ঘাটে প্রতিমা নিরঞ্জন দেখতে ব্যাপক সংখ্যায় মানুষ সেখানে ভিড় করছেন। সকলের মুখে একটিই কথা আবার এসো মা। চলে একে অপরকে শুভেচ্ছা বিনিময়।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে