আগরতলা : বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখাল আমরা বাঙ্গালী। রবিবার দলের রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান নেতা- কর্মীরা। উপস্থিত ছিলেন সচিব গৌরাঙ্গ রুদ্রপাল সহ অন্যান্য নেতৃত্ব। তাদের অভিযোগ, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য আকাশছোঁয়া। যুব সমাজ নেশার নাগ্রে ডুবে আছে। ক্রমাগত বাড়ছে নির্যাতন, ধর্ষণের ঘটনা। গত ৫ বছরে ত্রিপুরায় বিজেপি শাসনে ঘরে ঘরে চাকরি তো দূর ২৫ হাজার চাকরিও হয়নি। এই অবস্থায় নারী পাচার, নারী ধর্ষণের মতো ঘটনা বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। সরব হন জাতীয় শিক্ষা নীতি নিয়েও। নারী, নির্যাতন, দ্রব্য মূল্য বৃদ্ধি, নেশার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয় এদিনের বিক্ষোভ কর্মসূচী থেকে।মনিপুরের ঘটনা নিয়েও এদিন তারা বিক্ষোভ দেখান। নিন্দা জানান সেই রাজ্যের বিজেপি সরকারের।
বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখাল আমরা বাঙ্গালী
186