আগরতলা : ধন দেবীর বাজারে আগুনের ছ্যাকা। প্রতিমা, ফল মালা সবকিছুই বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে। সাধারণ মানুষ ধন দেবীকে তুষ্ট করতে সাধা ও সাধ্যের মধ্যে জিনিস ক্রয় করার চেষ্টা করছেন। এবছর লক্ষ্মি পূজা দুইদিন। বুধবার রাত পৌনে আঁটটা নাগাদ তিথি অনুযায়ী লক্ষ্মি পূজা শুরু হবে। তাই মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজারে ক্রেতা বিক্রেতার ভিড়। প্রতিমা, মালা, ফল সহ পূজার বিভিন্ন সরঞ্জাম নিয়ে বসেছেন বিক্রেতারা।ধীরে ক্রেতারাও বাজার মুখী হচ্ছেন। তবে দামে মাথায় হাত ক্রেতাদের। লক্ষ্মি প্রতিমা থেকে সব কিছুতেই দাম চড়া। গত বছরের তুলনায় অনেকটাই বেড়ে গেছে সবকিছুরই মূল্য। এই অবস্থায় ধনদেবীকে সন্তুষ্ট করতে সাধ ও সাধ্যের মধ্যে প্রতিমা থেকে সবকিছু কেনার চেষ্টা করছেন লোকজন। এদিকে বিক্রেতারা জানান বাজার মন্দা। তবে স্বীকার করে নেন দাম বেড়েছে প্রতিমার। তারা জানান এবছর বন্যার কারণে মেলাঘর থেকে প্রতিমা আসে নি। ফলে সবই স্থানীয়। প্রতিমা তৈরির সরঞ্জাম এর দাম বেড়েছে। ফলে দাম একটু বেড়েছে।
লক্ষ্মি প্রতিমা থেকে সব কিছুতেই দাম চড়া, মাথায় হাত ক্রেতার
247
previous post