ফের স্মার্ট সিটি আগরতলা জলমগ্ন

আগরতলা : একপশলা বৃষ্টিতেই বে-আব্রু চেহারা তথাকথিত স্মার্ট সিটির। শহরের চারিদিকে শুধু জল আর জল। কয়েক দিন ধরেই কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছিল জনজীবন। বর্ষার মরশুমে দেখা মিলছিল না বরুণ দেবতার। আকাশে মেঘের আনাগোনা থাকলেও দেখা নেই বৃষ্টির দেখা। রবিবার সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। নেমে আসে অবশেষে স্বস্তির বারিধারা। মুশলধারা বৃষ্টিতে পুরনো চেহারায় ফিরে আসে তথাকথিত স্মার্ট সিটি আগরতলা শহর। প্যারাডাইস, আই জি এম চৌমুহনী, শকুন্তলা, আর এম এস সহ বিভিন্ন রাস্তায় জমে যায় জল। জল ঢুকে যায় রাস্তার পাশে থাকা অনেক দোকানে। এমনকি বাড়ি ঘরেও। রবিবার ছুটির দিন হলেও যারাই প্রয়োজনে শহরে বের হয়েছেন সমস্যায় পড়েছেন লোকজন। শহরের রাস্তায় জল জমে যাওয়ায় ভোগান্তি শিকার হন তারা। জল শুধু রাস্তায় নয়, প্যারা ডাইস চৌমুহনী মন্ত্রীদের সরকারি আবাসের সামনের অংশেও জল প্রবেশ করে। তবে পুর নিগমের পাম্প গুলি চালু থাকায় কয়েক ঘণ্টার মধ্যে জল নেমে যায়। এদিকে বৃষ্টি দিনভর চলতে থাকায় ফের জল জমার আশংকা।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে