এক বাড়িতে বাজি ছুঁড়ে হামলার ঘটনায় গ্রেপ্তার দুই

IMG 20241018 134745

আগরতলা : রাজধানীর ইন্দ্রনগরে এক বাড়িতে লক্ষ্মী পূজার রাতে বাজি ছুঁড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঝামেলার জেরে এন সি সি থানার পুলিস গ্রেপ্তার করে দুই যুবককে। ঘটনায় অন্যদের খুঁজে চলছে তল্লাশি।লক্ষ্মী পুজার দিন বাজি পুড়ানোকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় গ্রেপ্তার দুই যুবক। ঘটনাটি ঘটে রাজধানীর ইন্দ্রনগর এলাকায়। এনসিসি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে দুই যুবককে গ্রেপ্তার করে। পূজার দিন রাতে ইন্দ্রনগর এলাকার এক ব্যক্তি থানায় অভিযোগ জানান কিছু যুবক উনার বাড়ি লক্ষ্য করে বাজি ছুঁড়ছে। তখন তিনি এর প্রতিবাদ করলে যুবকরা তাঁর পরিবারের উপর হামলা চালায়। এতে বাড়ির মালিক ও ছেলে আহত হয়। ঘটনা জানিয়ে আক্রান্তরা হামলা করেন।এনসিসি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে দুইজনকে গ্রেপ্তার করেছে। এন সি সি থানার পুলিস ঘটনার তদন্ত করছে।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়