বাইক দুর্ঘটনায় মিলন চক্র এলাকায় মৃত্যু এক ব্যক্তির

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":[],"tools_used":{"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আগরতলা : রাতের রাজধানীতে ফের যান দুর্ঘটনায় মর্মান্তিক এক ব্যক্তির। মৃতের নাম হৃদয় মালাকার দাস। যান সন্ত্রাসের ফলে অকালে ঝড়ে যাচ্ছে বহু প্রাণ। অভিযোগ অধিকাংশ যান দুর্ঘটনা ঘটছে একাংশ যান চালকদের অসাবধানতায়। শুক্রবার রাতে রাজধানীতে ফের যান দুর্ঘটনা। এডিনগর থানার অন্তর্গত মিলনচক্র এলাকায় বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে হৃদয় মালাকার দাস নামে এক ব্যক্তি। এতে সে গুরুতর ভাবে আহত হয়। দমকল বাহিনীর কর্মীরা হৃদয় মালাকার দাসকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে এডিনগর থানার পুলিস ঘটনাস্থলে ছুটে যায়। এডিনগর থানার ওসি জানান হৃদয় মালাকার দাস বাইক নিয়ে বাধারঘাট থেকে এডিনগরের দিকে আসছিল। মিলন চক্র এলাকায় সে বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পরে। দমকল বাহিনীর কর্মীরা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক হৃদয় মালাকার দাসকে মৃত বলে ঘোষণা করে দেন। মৃত হৃদয় মালাকার দাসের বাড়ি বাধারঘাট মাতৃপল্লী এলাকায়। তিনি আরও জানান স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন হৃদয় মালাকার দাসের বাইকের সাথে অপর একটি বাইকের সংঘর্ষ ঘটেছে। পুলিস মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র