আগরতলা : রাজ্যের প্রতিটি দপ্তরে প্রচুর সংখ্যক শুন্যপদ পড়ে রয়েছে। তাই দ্রুত যাতে সরকারি সমস্ত দপ্তরের শূন্যপদ গুলি পূরণ করা হয়।আউট সোর্সিং প্রথায় নিয়োগ বন্ধ করতে হবে। রবিবার সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি নীল কমল সাহা। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা। সঙ্গে ছিলেন অন্যান্য নেতৃত্ব। যুব কংগ্রেস সভাপতি সরকারের সমালোচনা করে অভিযোগ করেন, বেকারদের চাকরি না দিয়ে শত শত যুবক- যুবতীদের হাতে নেশা তুলে দিচ্ছে। রাজ্যের আইন-শৃঙ্খলার প্রসঙ্গ টেনেও সরকারকে নিশানা করেন। যুব কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলনে নামছে নেশা নয়, চাকরি দাও স্লোগানে। সোমবার থেকে শুরু হবে আন্দোলন সূচী। ২৯ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচী। প্রথম দিন সদর জেলায় হবে এই কর্মসূচী। একথা জানান যুব কংগ্রেস সভাপতি। তাদের এই আন্দোলনকে শক্ত করতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা। তিনি অভিযোগ করেন বেকারদের কাজ দিতে ব্যর্থ সরকার।
নেশার বিরুদ্ধে কাজের দাবিতে আন্দোলনে নামছে যুব কংগ্রেস
87