আদালতের নির্দেশ মেনে জুটমিলের কর্মচারীদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবি

আগরতলা : আদালতের নির্দেশ মেনে জুটমিলের কর্মচারীদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবি। এই দাবিতে ৬ নভেম্বর গণ বিক্ষোভ সংগঠিত করবে ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটি।রবিবার এনিয়ে আলোচনা সভা হয়। বেশকিছু দাবিকে সামনে রেখে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই গন বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে রবিবার আগরতলা টাউন হলে হয় সাধারন অধিবেশন। মূলত সুপ্রীম কোর্ট ও হাইকোর্টের নির্দেশ মোতাবেক ১৯৯৬ সালের ১ জানুয়ারি জুটমিলে কর্মরত ১ হাজার ৬৪৭ জনের প্রাপ্য একসাথে মিটিয়ে দেওয়া, পেমেন্ট প্রদানের ১৫ দিন পূর্বে পে-শ্লিপ ও আইপিএস প্রদান করা, ইউনিয়নবাজী না করে আদালতের নির্দেশ মেনে, সকলের প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবিতে এই গন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটি। এইদিনের সাধারন অধিবেশনে ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির নেতৃত্ব আলোচনা করতে গিয়ে জুটমিল কর্তৃপক্ষের সমালোচনা করেন। কেন জুটমিল কর্তৃপক্ষ পাওনা মিটিয়ে দিতে তালবাহান করছে তা কারো বোধগম্য হচ্ছে না।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন