ফের উড়ালপুলে যান দুর্ঘটনায় আহত এক

আগরতলা : যান সন্ত্রাস যেন রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। আকছার ঘটছে রাজ্যের কোথাও না কোথাও যান দুর্ঘটনা। অকালে ঝড়ে যাচ্ছে বহু প্রাণ। ফের রাজধানীর উড়ালপুলে ঘটলো যান দুর্ঘটনা। সোমবার ঘটনাটি ঘটে এ ডি নগর থানা এলাকায়। জানা গেছে ইকো, যাত্রীবাহী অটোরিক্স ও বাইকের মধ্যের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন বাইক চালক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে আহত বাইক চালককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত ইকো ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। ক্ষতি হয়েছে অটো রিক্সার। এডি নগর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক ও অটোটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এডি নগর থানার এক পুলিশ অফিসার জানান যাত্রীবাহী অটো ও ইকো গাড়িটি এডি নগরের দিক থেকে আগরতলার দিকে আসছিল। অপরদিকে বাইকটি আগরতলা থেকে এডি নগরের দিকে যাচ্ছিল। আচমকা ইকো গাড়িটি যাত্রীবাহী অটোটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে যাত্রীবাহী অটোটি নিয়ন্ত্রন হারিয়ে বাইকে ধাক্কা মারে। এতে আহত হয় বাইক চালক। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল