আগরতলা : পুলিসের জালে রাজধানীর চন্দ্রপুরের জমি মাফিয়া পরেশ ঘোষ।রাজধানী আগরতলা শহর ও শহর তলিতে জমি মাফিয়াদের আস্ফালনে অতিষ্ঠ সাধারন মানুষ। যে কেউ জায়গা ক্রয় কিংবা বিক্রয় করতে গেলে জমি মাফিয়ারাদের দিতে হয় মোটা অঙ্কের অর্থ। দীর্ঘদিন ধরে আগরতলা শহরে এই ধরনের ঘটনা ঘটে চলছে। অবশেষে অভিযোগের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ এক জমি মাফিয়াকে গ্রেপ্তার করল। ২০ অক্টোবর অপু রানী সরকার রায় নামে এক মহিলা পূর্ব আগরতলা থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ করেন চন্দ্রপুর ও খয়েরপুরের মাঝামাঝি স্থানে জাতীয় সড়কের পাশে উনার নামে কিছু জায়গা রয়েছে। তিনি সেই জায়গা বিক্রয় করতে চাইলে ওনার কাছে জমি মাফিয়ারা দুই কোটি টাকা দাবি করেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পূর্ব আগরতলা থানায় সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। তারপর খোঁজখবর নিয়ে জমি মাফিয়া পরেশ ঘোষের নাম জানা যায়। যথারীতি পরেশ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে রিমান্ডে এনে পুলিস চক্রের পাণ্ডাদের জালে তুলে কিনা দেখার।
পুলিসের জালে রাজধানীর চন্দ্রপুরের জমি মাফিয়া পরেশ ঘোষ
71