মুম্বাই- ত্রিপুরার রঞ্জি ট্রফির ম্যাচ দেখতে দ্বিতীয় দিন গেলেন টিঙ্কু-কল্যাণী- রাম প্রসাদ

আগরতলা : মুম্বাই- ত্রিপুরার রঞ্জি ট্রফির ম্যাচ দেখতে দ্বিতীয় দিন গেলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও এদিন ম্যাচ দেখতে এম বি বি স্টেডিয়ামে যান বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। আগরতলার এমবিবি মাঠে চলছে মুম্বাই বনাম ত্রিপুরার রঞ্জি ট্রফি ম্যাচ। রবিবার এমবিবি মাঠে খেলা দেখতে যান ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এমবিবি মাঠের ভিআইপি গ্যালারীতে বসে খেলা দেখেন সকলে। ম্যাচ দেখতে দেখতে এদিন মন্ত্রী টিঙ্কু রায় বলেন রাজ্যে খেলাধুলার একটা মহল তৈরি হয়েছে। পরিকাঠামোর যেমন উন্নয়ন হয়েছে তেমনি রাজ্যের খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে পানিসাগরে একটি সিন্থেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক মানের। রাজ্যের বিভিন্ন স্থানে ফুটবল মাঠকে সাজিয়ে তোলা হয়েছে। সহসাই নরসিংগড়স্থিত নির্মীয়মাণ ক্রিকেট স্টেডিয়ামের কাজ শেষ হয়ে যাবে। রাজ্যে খেলাধুলার মান উন্নয়ন হয়েছে। শনিবার থেকে এম বি বি মাঠে শুরু হয়েছে রঞ্জি ট্রফির মুম্বাই- ত্রিপুরার ম্যাচটি।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল