৪ ডিসেম্বর এ ডি সির সদর দপ্তর খুমুলুঙ্গে জনসভা করবে আই পি এফ টি

আগরতলা : এডিসির ভিলেজ কমিটির নির্বাচন ঘোষণা নাহলেও ময়দানে নেমে পড়েছে বিজেপির জোট শরিক আইপিএফটি। ৪ ডিসেম্বর খুমুলুঙ্গে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে আইপিএফটি।ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে থেকে সোমবার হয় আইপিএফটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক। আগরতলা প্রেসক্লাবে এদিনের বৈঠকে দলের সাংগঠনিক বিষয়ের পাশাপাশি রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃত্ব জানান এদিনের বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে আইপিএফটি দলের প্রতিটি ডিভিশনকে নির্দেশ দেওয়া হয়েছে রিজিওনাল কমিটি ১০ নভেম্বরের মধ্যে গঠন করার জন্য। এই বিষয়টি দেখার জন্য এইদিন একটি কমিটি গঠন করা হয়েছে। ৪ ডিসেম্বর খুমুলুং- এ বড় ধরনের জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে দল। ভিলেজ কমিটির নির্বাচন ঘোষণার পর দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির কনফারেন্স করার বিষয়েও এইদিনের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আইপিএফটি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা, সহকারী সাধারন সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া সহ অন্যান্যরা।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস