টি সি এর সামনে বিক্ষোভ দেখাল সদর জেলা কংগ্রেস

আগরতলা : প্রাক্তন রঞ্জি ক্রিকেটারকে অপমান করার প্রতিবাদ জানাল সদর জেলা কংগ্রেস। সোমবার দলের তরফে বিক্ষোভ দেখানো হয় ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অফিসের সামনে।এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা বনাম মুম্বাই রঞ্জি ম্যাচ চলছে। এই খেলা দেখতে গিয়ে এক প্রকার অপমানিত হতে হয় রাজ্যের প্রাক্তন রঞ্জি খেলোয়াড় প্রনব দেবনাথকে বলে অভিযোগ। তিনি এক প্রকার ক্ষোভ ও অপমানে চোখের জল ফেলে বাড়িতে ফিরে যান। এই ঘটনা প্রকাশ্যে আসার পর প্রতিবাদে সরব হয় সদর জেলা কংগ্রেস। এদিন টিসিএ অফিসের সামনে সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সদর জেলা কংগ্রেস সভাপতি অভিযোগ করেন টিসিএ দুর্নীতিবাজ ও মাফিয়াদের আতুর ঘরে পরিণত হয়েছে। কিছুদিন আগে দেখা গেছে টিসিএ-এর দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অস্ত্রের আস্ফালন। ফলে প্রতিভাবান খেলোয়াড়রা বঞ্চিত হচ্ছে। ত্রিপুরা বনাম মুম্বাই রঞ্জি ম্যাচ দেখতে গিয়ে অপমানিত হন রাজ্যের প্রাক্তন রঞ্জি খেলোয়াড় প্রনব দেবনাথ। ঘটনার ধিক্কার জানিয়ে তিনি বলেন, সঠিক সম্মান দেওয়া হয় প্রাক্তন রঞ্জি খেলোয়াড়কে।

Related posts

অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-র উদ্যোগে ২৮ জানুয়ারি মতবিনিময় সভা

ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় রবীন্দ্র ভবনে

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের স্মারকলিপি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে