আগরতলা : বাজারে গেলেই ক্রেতাদের পকেট কেটে চলেছে একাংশ ব্যবসায়ী। অভিযোগ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বৃদ্ধি করে পকেট কাঁটা হচ্ছে ক্রেতাদের।রাজ্য জুড়ে অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য। অবশেষে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য স্বাভাবিক রাখতে লোক দেখানো অভিযানে নামল সদর মহকুমা এনফোর্সমেন্ট টিম। সোমবার সদর মহকুমা শাসকের নির্দেশে সদর মহকুমা এনফোর্সমেন্ট টিম রাজধানীর একাধিক দোকানে অভিযান চালায়। সদর মহকুমা এনফোর্সমেন্ট টিমের এক আধিকারিক জানান নেতাজি চৌমুহনীস্থিত সৌগত পালের দোকানে উনারা বিপুল পরিমাণ বাংলাদেশী ভোজ্য তেলের হদিশ পেয়েছেন। বাংলাদেশী ভোজ্য তেল মজুত রাখতে গেলে আমদানি লাইসেন্স থাকা বাধ্যতামূলক। কিন্তু দোকানে থাকা কর্মীরা এই ধরনের কোন লাইসেন্স দেখাতে পারেনি। তাই দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও সৌগত পালের আরও দুইটি গোডাউন রয়েছে বলে জানতে পেরেছেন। কিন্তু দোকানের কর্মীরা সেই গোডাউনের চাবি তাদের কাছে নেই বলে জানিয়েছে। দোকানের মালিক সৌগত পাল বর্তমানে আগরতলায় নেই বলে জানিয়েছে দোকানের কর্মীরা। সদর মহকুমা শাসক আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন। আগামী দিনেও এ ধরণের অভিযান জারি থাকবে।