রাজ্য সফরে ফের এলেন প্রদেশ বিজেপির প্রভারি

আগরতলা : দলীয় সদস্যতা অভিযানে দেশের মধ্যে ত্রিপুরা বিশেষ জায়গা অর্জন করেছে। লক্ষ্যমাত্র ১০ লাখ সদস্যপদ সংগ্রহ করা। ইতি মধ্যে সাড়ে আট লাখ সদস্য পদ সংগ্রহ হয়ে গেছে। দুই লাখের মতো অফ লাইনে সদস্য সংগ্রহের জন্য আবেদন জমা পড়েছে। এর মধ্যে দেড় লাখ আপডেট হয়ে গেছে। ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রভারি নিযুক্তি হওয়ার পরে পঞ্চমবারের ত্রিপুরা সফরে এসে একথা বললেন রাজদ্বিপ রায়। বুধবার দুপুরে বিমানে তিনি মহারাজা বির বিক্রম বিমানবন্দরে আসেন। এমবিবি বিমানবন্দরে প্রদেশ বিজেপি প্রভারি রাজদ্বীপ রায়কে স্বাগত জানান প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার, সমীর ঘোষ। বিমানবন্দরে সাংবাদিকদেড় মুখোমুখি হয়ে বিজেপির প্রদেশ প্রভারি বলেন, সদস্যপদের লক্ষ্যমাত্রা অতিক্রম হয়ে গেছে। সদস্যতা অভিযান প্রায় ৯৫ শতাংশ হয়ে গেছে। সদস্যতা অভিযান ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। ত্রিপুরায় বিজেপির কার্যকর্তাদের পুরো টিম কাজ করছে। আগামী দিনেও জারি থাকবে বলে উনার আশা।

 

 

Related posts

রাজধানীতে নিজ বাড়িতে নির্মীয়মাণ শৌচালয়ের ট্যাঙ্কে পড়ে মৃত্যু এক ব্যক্তির

সদস্যপদ সংগ্রহে নামলো সারা ভারত কৃষকসভা

শিক্ষককে স্কুলের ভিতরে শারীরিক নিগ্রহের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি