মহিলা অপরাধ বেড়ে চলার প্রতিবাদে মহিলা কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা : বিজেপি শাসনে রাজ্যে বাড়ছে ক্রমাগত শিশু-মহিলা-যুবতীদের উপরে অপরাধ। অভিযোগ মহিলা ঘটিত অপরাধ বেড়ে চললেও পুলিসের তরফে এসব বন্ধে নেই কার্যকরী কোন পদক্ষেপ। মহিলা কমিশনের ভুমিকাও প্রশ্ন চিহ্নের মুখে। রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য মহিলা কমিশনের অফিসের সামনে প্রতিবাদে সামিল হল সদর জেলা মহিলা কংগ্রেস। জাগো কমিশন জাগো এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সদর জেলা মহিলা কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল করে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের কার্যালয়ের সামনে যায়। সেখানে তারা মুখে কালো কাপড় বেধে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদে সামিল হয়। সদর জেলা মহিলা কংগ্রেসের এক নেত্রী জানান রাজ্যে বিভিন্ন স্থানে মহিলারা নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। তারই প্রতিবাদে এইদিন মহিলা কমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এদিনের কর্মসূচীতে মহিলা কংগ্রেসের নেত্রী শ্রেয়সী লস্কর সহ অন্যরা উপস্থিত ছিলেন।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে