বিশেষ লোক আদালতে শনিবার কয়েক হাজার মামলার নিস্পত্তি হয়

আগরতলা : রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালতে বিশেষ লোক আদালত বসে শনিবার। এদিন কয়েক হাজার মামলা নিস্পতি হয়। বেশ সাড়া পাওয়া যায়।এই লোক আদালতে ১৪ হাজার ২২৩ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এর মধ্যে এমভি অ্যাক্ট সংক্রান্ত ৯ হাজার ৭৫৬ টি মামলা, ত্রিপুরা পুলিশ অ্যাক্টে ৩ হাজার ৮৩২ টি মামলা, ত্রিপুরা গ্যাম্বলিং অ্যাক্টে ১২২ টি মামলা, ত্রিপুরা এক্সাইস অ্যাক্টে ৪৪১ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৩১ টি মামলা, সিআর সংক্রান্ত ৭ টি মামলা, মীমাংসাযোগ্য ফৌজদারি সংক্রান্ত ২৭ টি মামলা এবং এনিমেল অ্যাক্টে ৭ টি মামলা নিষ্পত্তি মামলা ছিল। বিশেষ লোক আদালতের জন্য ২৪ টি বেঞ্চ গঠন করা হয়। এরমধ্যে খোয়াই জেলায় সবচেয়ে বেশি ৫টি বেঞ্চ বসেছে। লোক আদালতে নোটিস প্রাপ্ত হয়ে আসা পক্ষ-বিপক্ষকে সহযোগিতা করতে প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা ছিলেন।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল