রাজ্যে এমবিবিএস-র আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪০০—মুখ্যমন্ত্রী

আগরতলা : রাজ্যে মেডিক্যাল হাব গড়ার লক্ষ্য নিয়ে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। রাজ্যে আগে ২০০ ছিল এমবিবিএস-এর আসন সংখ্যা। বর্তমানে আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪০০।দ্যা অ্যাসোসিয়েশন অফ সার্জন অফ ইন্ডিয়া রাজ্য শাখার দুইদিন ব্যাপী ১৮ তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ১৮ তম বার্ষিক সম্মেলন শুরু হয় শনিবার। এদিন সন্ধ্যায় আগরতলা সরকারি মেডিকেল কলেজের কার্ল ল্যান্ড স্টেইনার অডিটরিয়ামে সম্মেলনের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সম্মেলনের উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গিত্যে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা, মেডিকেল এডুকেশনের অধিকর্তা ডাক্তার এইচ.পি শর্মা, আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার অনুপ কুমার সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ১৯৩৮ সালে দ্যা অ্যাসোসিয়েশন অফ সার্জন অফ ইন্ডিয়ার পথ চলা শুরু হয়। ত্রিপুরা রাজ্যে ১৮ বছর আগে দ্যা অ্যাসোসিয়েশন অফ সার্জন অফ ইন্ডিয়া ত্রিপুরা শাখার পথ চলা শুরু হয়।তিনি বলেন, রাজ্যে একটা সুপার স্পেসালিটি হাসপাতাল স্থাপনের চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। তার জন্য আগরতলা শহরে একটা জায়গা চিহ্নিত করে রাখা হয়েছে। সেই হাসপাতালে সকল ধরনের চিকিৎসার ব্যবস্থা থাকবে। ইতিমধ্যে বহিঃরাজ্য থেকে ৭ থেকে ৮ টি সংস্থা হাসপাতাল স্থাপনের জন্য রাজ্য সরকারের সাথে যোগাযোগ করেছে। তাদেরকে বলা হয়েছে যদি তারা বহিঃরাজ্য থেকে চিকিৎসক নিয়ে আসে তবেই রাজ্য সরকার তাদেরকে হাসপাতাল স্থাপনের অনুমতি দেবে।রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্য কাজ করছে। বিগত ৬ বছরে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ব্যাপক উন্নয়ন করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের চিকিৎসকরা কোন অংশে কম নয়। আগে কথায় কথায় বহিঃরাজ্যে রোগী রেফার করে দেওয়া হতো। বর্তমানে বহিঃরাজ্যে রোগী রেফারের সংখ্যা অনেকটা হ্রাস পেয়েছে।

Related posts

অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-র উদ্যোগে ২৮ জানুয়ারি মতবিনিময় সভা

ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় রবীন্দ্র ভবনে

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের স্মারকলিপি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে