রেশনিং ব্যবস্থা রবিবার থেকে চালু হচ্ছে পেট্রোল বিক্রির ক্ষেত্রে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: portrait;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

আগরতলা : রেশনিং ব্যবস্থা রবিবার থেকে চালু হচ্ছে পেট্রোল বিক্রির ক্ষেত্রে ।বিবৃতিতে একথা জানাল খাদ্য দপ্তর। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং-বদরপুর অংশে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। প্রায় ৪-৫ কিলোমিটার বিস্তৃত রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরফলে বিগত কিছুদিন ধরে পেট্রোপণ্যসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহিঃরাজ্য থেকে রেলপথে রাজ্যে আমদানি বন্ধ রয়েছে।ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষের তরফে উক্ত এলাকায় রেললাইন সারাইয়ের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । সারাইয়ের কাজ যুদ্ধকালীন তৎপরতা করা হচ্ছে ।১৩ নভেম্বর থেকে এই রেললাইন অংশে পুনরায় পণ্য পরিবহন পরিষেবা চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। আইওসিএল কর্তৃপক্ষ বর্তমানে আসামের গুয়াহাটি, বেতকুচি,লামডিং ও শিলচর ডিপো থেকে সড়কপথে ট্যাঙ্কার ট্রাকের মাধ্যমে রাজ্যে পেট্রোল ও ডিজেল আমদানি করছে ।তবে বর্তমানে ধর্মনগর সহ রাজ্যের বিভিন্ন মহকুমায় পেট্রোল পাম্প গুলিতে পেট্রোলের পরিমাণ কম থাকায় সারা রাজ্যে ১০ নভেম্বর থেকে পেট্রোল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করা হচ্ছে। রেশনিং ব্যবস্থার মেয়াদ রাজ্যের রেলপথে পেট্রোপণ্য পরিবহন পরিষেবা পুনরায় চালু হওয়া পর্যন্ত লাগু থাকবে।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী