পশ্চিম থানার পুলিস গ্রেপ্তার করে মহিলা সহ পাঁচ চোরকে

আগরতলা : এক মহিলা সহ ৫ চোরকে গ্রেপ্তার করলো পশ্চিম থানার পুলিস। চলতি বছরের অক্টোবর মাসে রাজধানীর জয়নগর এলাকার বাসিন্দা যোগেশ মজুমদারের বাড়িতে চুরি হয়। জানা গেছে বাড়িতে তখন কেউ ছিলেন না। এই সুযোগে চোরেরা বিকেল বেলা হাত সাফাই করে। বাড়িতে এসে ঘটনা নজরে আসে মালিকের। তিনি সি সি টি ভি ক্যামেরায় দুইজনকে চিহ্নিত করতে পারেন। পরে পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস টিম গঠন করে তদন্তে নেমে রবিবার এক মহিলা সহ ৫ জনকে পৃথক পৃথক জায়গা থেকে আটক করে। উদ্ধার হয় চুরি হওয়া নগদ অর্থ, মোবাইল, স্বর্ণালঙ্কার। ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পারে এই চক্রটি লোকজন হীন বাড়িতে হানা দেয়। সোমবার তাদের আদালতে পেশ করে পুলিস। ধৃতদের কাছ থেকে পুলিস জানার চেষ্টা করছে অন্য কোন ঘটনায় এরা জড়িত কিনা?

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র