যানজট নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে ট্রাফিক

????????????????????????????????????

আগরতলা : যানজট নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে ট্রাফিক। আগরতলা শহরে যানজটের কারনে নাজেহাল অবস্থা সাধারন মানুষের। শহরের যত্রতত্র পার্কিং করে রাখা হয় বাইক গাড়ি। ফলে সৃষ্টি হচ্ছে যানজট। এমনকি রাস্তার জায়গা দখল করে একাংশ ব্যবসায়ী তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে করেও যানজটের সৃষ্টি হচ্ছে। কিছুটা বিলম্ব হলেও তা বোধগম্য হল ট্রাফিক পুলিশের। সোমবার আগরতলা পুর নিগম, পুলিস , পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশ যৌথ ভাবে অভিযান চালায় রাজধানীর পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায়। অভিযানের নেতৃত্বে ছিলেন ট্রাফিক এসপি মানিক লাল দাস। তিনি জানান আগরতলা শহরের ব্যস্ততম এলাকা গুলিতে ধারাবাহিক ভাবে অভিযান চালানো হচ্ছে। পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় কিছু কিছু ব্যবসায়ী নিজেদের দোকানের সামনে বাইক পার্কিং করে রেখেছে। আবার কেউ কেউ রাস্তার জায়গা দখল করে ব্যবসা করছে। তাদের সকলকে এইদিন সতর্ক করে দেওয়া হয়েছে। অভিযান প্রতিনিয়ত চলবে বলে তিনি জানান।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র