আগরতলা : বর্তমানে রাজ্যের আইন-শৃঙ্খলাকে উন্নত করা শুধু নয়, মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারেন তা সুনিশ্চিত করা সরকারের লক্ষ্য। সরকার সেই দৃষ্টিভঙ্গী রেখে কাজ করছে। দুর্বৃত্তরা শ্যামহরি শর্মাকে হত্যা করে বিজেপিকে রোখার যে প্রয়াস নিয়েছিল মানুষ তাঁর জবাব দিয়েছে। শ্যামহরি শর্মার রক্তের কারণেই বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যে। বুধবার শহীদ শ্যামহরি শর্মার শহীদান দিবসে একথা বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ১৯৯১ সালে আগরতলা বিধানসভা কেন্দ্রের উপ- নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন শ্যাম হরি শর্মা। সেই বছরের ১৩ নভেম্বর রাজধানীর লাল বাহাদুর চৌমুহনী এলাকায় উনাকে দুর্বৃত্তরা খুন করে। এর পর থেকে প্রতি বছর প্রয়াত শ্যমহরি শর্মাকে স্মরণ করে আসছে ভারতীয় জনতা পার্টি। এবছরও এর ব্যতিক্রম হয়নি। বুধবার শহীদান দিবসে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুবল ভৌমিক, অসীম ভট্টাচার্য, সন্তোষ সাহা সহ অন্যরা। উপস্থিত সকলে প্রয়াতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন প্রদেশ বিজেপি সভাপতি বলেন, কংগ্রেস- সিপিএম এর ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়েছেন শহীদ শ্যামহরি শর্মা।
কংগ্রেস- সিপিএম এর ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়েছেন শহীদ শ্যামহরি শর্মা-রাজীব
82