প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র উদ্বোধনে আগরতলা রেলস্টেশনে ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

আগরতলা : ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হল আগরতলা রেল স্টেশনে জন ঔষধি কেন্দ্র। আগরতলা স্টেশনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বিভিন্ন রেলস্টেশনে চালু করছেন প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের বদরপুর স্টেশনে আগেই খোলা হয়েছে এমন কেন্দ্র। এবার জায়গা করে নিল আগরতলা রেল স্টেশন। প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র চালু হয় আগরতলা স্টেশনে। বুধবার প্রধানমন্ত্রীর হাত ধরে ভারতবর্ষের ১৮ টি রেল স্টেশনে প্রধানমন্ত্রীর ভারতীয় জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করা হয়। এর অঙ্গ হিসাবে লামডিং ডিভিশনে আগরতলা রেলস্টেশনে হয় অনুষ্ঠান। এদিন ভার্চুয়াল প্রধানমন্ত্রী এই কেন্দ্রের উদ্বোধন করেন। আগরতলা রেলস্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পুর নিগমের স্থানীয় কর্পোরেটর উদয় ভাস্কর চক্রবর্তী, রেলওয়ে লামডিং ডিভিশন এর ম্যানেজার এ কে পাণ্ডে সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, স্বাধীনতার পর থেকে উত্তর- পূর্বাঞ্চলকে উপেক্ষিত করা হয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর উত্তর- পূর্বাঞ্চলের উন্নয়নে আলাদা করে ডোনার মন্ত্রক গঠন করেছে। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে কিভাবে সংযুক্ত করা হয়েছে তাঁর প্রয়াস মোদী করেছেন।এই জন ঔষধি কেন্দ্র চালু হওয়ায় উপকৃত হবেন রাজ্যের মানুষ। রেল স্টেশনে প্রয়োজনীয় ওষুধ কিনতে পারবেন স্বল্প মূল্যে।এদিকে এদিন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নোত্তরে সাংসদ আশা প্রকাশ করেন আগামী কয়েক মাসের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে পারে। কারণ ইতি মধ্যে বৈদ্যুতিকিকরণের কাজ শেষ হয়ে গেছে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র