রাজ্যের উন্নয়নমূলক কাজ নিয়ে মহাকরণে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পর্যালোচনা সভা কেন্দ্রীয়মন্ত্রীর

IMG 20241115 WA0670

আগরতলা : ২০১৪ সাল থেকে ২০২৪ সালের মধ্যে গ্রান্ট-ইন-এইড হিসাবে কেন্দ্র থেকে ত্রিপুরা রাজ্য পেয়েছে ৬২ হাজার কোটি টাকা। রাজ্য সফরে এসে শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া।বৃহস্পতিবার রাজ্য সফরে আসেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য মাধবরাও সিন্ধিয়া। শুক্রবার রাজ্যে উন্নয়নমূলক কাজের বিষয় নিয়ে মহাকরণে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য সদস্যা ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী ও সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যরা।তিনি জানান ডোনার মন্ত্রক থেকে ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য একটা রূপ রেখা প্রস্তুত করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন প্রধানমন্ত্রীর সংকল্প।

IMG 20241115 WA0668

বিগত ১০ বছরে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলির অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার গুলি সম্মিলিত ভাবে কাজ করেছে। কেন্দ্রীয় বাজেটে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলির জন্য পূর্বের তুলনায় অধিক অর্থ বরাদ্দ করা হয়। বিগত ১০ বছরে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। একটা সময় সিকিম ও অরুনাচল প্রদেশে কোন বিমান বন্দর ছিল না। বর্তমানে এই দুইটি রাজ্যেও বিমানবন্দর হয়েছে। ২০১৪ সাল থেকে ২০২৪ সালের মধ্যে গ্রান্ট-ইন-এইড হিসাবে কেন্দ্র থেকে ত্রিপুরা রাজ্য পেয়েছে ৬২ হাজার কোটি টাকা।এদিকে এদিন তিনি রাজ্য ভিত্তিক জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে