দলের সংহতি পদযাত্রা থেকে শাসককে নিশানা প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা : রাজ্যজুড়ে চলা কংগ্রেসের সংহতি পদযাত্রা এবার হল খয়েরপুর বিধানসভা কেন্দ্রে।শনিবার খয়েরপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে সংহতি পদযাত্রা সংগঠিত করা হয়। এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্যরা। এদিন খায়েরপুর থেকে বনিক্য চৌমুহনী পর্যন্ত এই সংহতি পদযাত্রা করা হয়। পদযাত্রা শেষে হয় সভা। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বিজেপিকে নিশানা করেন। তিনি অভিযোগ করেন, ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করতে চাইছে শাসকগোষ্ঠী। তার প্রতিবাদ করতে হবে। তিনি আরো বলেন, রাজ্যে বেকারত্বের জ্বালায় যুবকরা দিশেহারা। যুবকরা রাস্তায় নামছে, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করছে, তারপরও সরকার বেকারদের জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করছে না। অপরদিকে জিনিসপত্রের অগ্নিমূল্য। মানুষ উদ্বিগ্ন। রাজ্য সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করে চলেছে। তার বিরুদ্ধে রাস্তায় নামা ছাড়া আর কোন উপায় নেই। সকলকে সাথে নিয়ে কংগ্রেস আগামী দিন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে রাস্তায় নামবে বলে জানান তিনি। এদিন কংগ্রেসের সংহতি পদযাত্রা ঘিরে ব্যাপক সাড়া পড়েছে।

Related posts

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন

সমবায় ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব হবে: মুখ্যমন্ত্রী