আগরতলা রেল স্টেশনে গাঁজা সহ বিহারের দুই যুবক আটক

IMG 20241117 WA0418 1

আগরতলা : ফের গাঁজা সহ বহিঃরাজ্যের দুই যুবক আটক আগরতলা রেল স্টেশনে।এবার ট্রেনে খাবার পরিবেশনে যুক্ত কর্মীরা নেশা সামগ্রী পাচারের অভিযোগে গ্রেপ্তার। জিআরপি ও আরপিএফ জওয়ানরা দুইজনকে আটক করেছে। রবিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। রেলকে ব্যবহার করে নেশা সামগ্রী পাচারের ঘটনা নতুন নয়। অভিযোগ নেশা কারবারিরা অবৈধ ভাবে সুযোগ পেলেই ট্রেনে করে বহিঃরাজ্যে গাঁজা পাচারের চেষ্টা করে যাচ্ছে। শনিবার গোপন খবরের ভিত্তিতে জিআরপি ও আরপিএফ জানতে পারে ট্রেনে করে গাঁজা পাচার হবে। সেই মতো তারা আগরতলা রেল স্টেশনে উত পেতে থাকে। তখনই ঠেলা দিয়ে ট্রেনের খাবার পরিবেশনে যুক্ত দুইজনের তৎপরতায় সন্দেহ হয়। তাদের আটক করতেই বেরিয়ে আসে আসল রহস্য। তাদের তল্লাশি চালিয়ে ২৪ টি কার্টুনে মোট ২৮২ পেকেটে গাঁজা উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য হবে ৩৫ লক্ষ ৭৬ হাজার টাকা।ধৃতদের বাড়ি বিহারে। এন ডি পি এস ধারায় তাদের বিরুদ্ধে মামলা নিয়েছে আগরতলা জি আর পি থানার পুলিস।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়