সরকারি ডিগ্রি কলেজগুলিতে দ্রুত সহকারী অধ্যাপক নিয়োগের দাবি

আগরতলা : রাজ্যের সরকারি ডিগ্রি কলেজের সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু নিয়োগ করা হচ্ছে না কলেজগুলিতে সহকারী অধ্যাপক। অথচ শুন্যপদ পড়ে রয়েছে। তাই উচ্চশিক্ষার স্বার্থে দ্রুত শুন্যপদ পূরণের দাবি জানিয়েছে ত্রিপুরা অতিথি অধ্যাপক সংঘ। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের নেতৃত্ব। চার দফা দাবি নিয়ে এই সাংবাদিক সম্মেলন করা হয়। ত্রিপুরা অতিথি অধ্যাপক সংঘের আহ্বায়ক ডঃ সিদ্ধার্থ শংকর দেব বলেন ২০০১ সালে ১২টি কলেজের জন্য ৬৬১টি সহকারী অধ্যাপক পদ সৃষ্টি করা হয়েছিল। বর্তমানে কলেজের সংখ্যা দ্বিগুণ হলেও নুতন কোন পদ সৃষ্টি হয় নি।গত ৭ বছরে মাত্র ৯১জন অধ্যাপক নিয়োগ করা হয়েছে।বর্তমানে ২৭৩টি শূন্য পদ থাকলেও সরকার কোন ধরনের কোন নিয়োগ করছে না বলে অভিযোগ ।তাই কলেজ গুলিতে শিক্ষার মান ক্রমশ নিম্নগামী হচ্ছে। এছাড়াও রাজ্যে এমন অনেক ডিগ্রি কলেজ রয়েছে যেখানে বিভিন্ন বিভাগে পর্যাপ্ত স্থায়ী অধ্যাপক না থাকায় চুক্তি ভিত্তিক অতিথি অধ্যাপক দিয়ে কাজ চালানো হচ্ছে।তাই তারা দাবি জানান যেসব অতিথি অধ্যাপক ইউ জি সি নির্ধারিত যোগ্যতা সম্পন্ন তাঁদের অবিলম্বে নিয়মিত সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ করার।ইউজিসি নির্ধারিত ছাত্র শিক্ষক অনুপাত মেনে নতুন সহকারী অধ্যাপক পদ সৃষ্টির মাধ্যমে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করারও দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব।

Related posts

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন

সমবায় ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব হবে: মুখ্যমন্ত্রী