আগরতলা : অগ্নিমূল্যের বাজারে এবার বাড়তে চলেছে বেকারির তৈরি সামগ্রীর।২৫ নভেম্বর থেকে মূল্যবৃদ্ধি করা হবে বেকারিতে উৎপাদিত খাদ্য সামগ্রীর। বুধবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা বেকারি এসোসিয়েশানের নেতৃত্ব একথা জানান। তারা জানান আগামি দুইদিন রাজ্যের সকল বেকারিতে খাদ্য সামগ্রী উৎপাদন বন্ধ রাখা হবে। যাতে করে বেকারি গুলিতে উৎপাদিত যে সকল খাদ্য সামগ্রী মজুত রয়েছে সেই গুলি শেষ হয়ে যায়। সকল হকার ও দোকানদারদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান এসোসিয়েশানের নেতৃত্ব।
তারা আরও জানান বহুদিন ধরে লোকসানে চলছে বেকারি গুলি। তাই দ্রব্য মূল্যবৃদ্ধির বাজারে বেকারিতে উৎপাদিত খাদ্য সামগ্রীর মূল্য সামান্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন তারা বেকারিতে উৎপাদিত খাদ্য সামগ্রীর নতুন মূল্যের তালিকা সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন। কোন সামগ্রীতে ১০ টাকা তো কোনটিতে ৫ টাকা করে বাড়ানো হয়েছে।