দুই দিনে নেশা সামগ্রী সহ বিহারের চার বাসিন্দা গ্রেপ্তার

আগরতলা : ফের নেশা সামগ্রী সহ বিহারের দুই মহিলা সহ চারজন আটক। গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা সহ তিন পাচারকারিকে গ্রেপ্তার করল আগরতলা জিআরপি থানার পুলিশ। পাশাপাশি নেশাজাতীয় কফ সিরাপ সহ আটক করা হয় এক জনকে। আগরতলা জিআরপি থানার ওসি জানান মঙ্গলবার আগরতলা জিআরপি থানার পুলিশ ও রেল পুলিশ বিহারের তিন জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে দুইজন মহিলা।অভিযোগ তারা দীর্ঘদিন ধরে রাজ্য থেকে গাঁজা পাচার করে আসছে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাথে থাকা ব্যাগ থেকে ৪ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়। পাশাপাশি মঙ্গলবার সানি কুমার নামে বিহারের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ডেমো ট্রেনে করে ২০০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ রাজ্যে নিয়ে আসে। ধৃত সানি কুমারের বিরুদ্ধেও এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল