প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে এখনো ভেটেরিনারি অফিসারের ১০৯ টি শূন্যপদ রয়েছে- সুধাংশু

আগরতলা : প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে এখনো ভেটেরিনারি অফিসারের ১০৯ টি শূন্যপদ রয়েছে। সহসাই এই ১০৯ টি শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করা হবে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে কর্মী সঙ্কট রয়েছে। ফলে দপ্তরের বিভিন্ন প্রকল্প গুলি বাস্তবায়িত করার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। বুধবার ভেটেরিনারি অফিসার পদে নতুন নিয়োগ প্রাপ্তদের অফার বিলি অনুষ্ঠানে একথা বললেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বুধবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ৬৭ জন ভেটেরিনারি অফিসারের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়। রাজধানীর গুর্খাবস্তিস্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অফিসের কনফারেন্স হলে হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী সুধাংশু দাস সহ অতিথিরা এদিন নিজ হাতে ভেটেরিনারি অফিসারদের হাতে অফার লেটার তুলে দেন। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন ৮ বছর পর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে ৮৭ জন ভেটেরিনারি অফিসার নিয়োগ করা হয়েছে। এখনো আরও ১০৯ টি শূন্য পদ রয়েছে। নবনিযুক্ত ভেটেরিনারি অফিসারদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ভাব মূর্তি নির্ভর করবে নবনিযুক্ত ভেটেরিনারি অফিসারদের উপর। সেই দিকে নজর রেখে সকলকে কাজ করার আহ্বান জানান।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র