রাজ্যে আনা হল শহীদ শুভঙ্কর ভৌমিকের কফিন বন্দি মৃতদেহ

আগরতলা : জম্মু-কাশ্মীরে শহীদ রাজ্যের বীর সন্তান শুভঙ্কর ভৌমিককে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু,মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ ভারতীয় সেনার আধিকারিকরা। বুধবার বিকেলে বিমানে এম বি বি বিমান বন্দরে শহিদের কফিন বন্দি দেহ আসে।জম্মু কাশ্মীরের সিয়াচিন গেলেসিয়া এলাকায় তুষার ধসে কর্তব্যরত অবস্থায় শহীদ হন রাজ্যের বীর সন্তান। শহীদ রাজ্যের বীর সন্তানের নাম শুভঙ্কর ভৌমিক। তাঁর বাড়ি অমরপুরের বীরগঞ্জ পঞ্চায়েত এলাকায়। শুভঙ্কর ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ছিল। অমরপুরের বীরগঞ্জ গ্রামের বাসিন্দা সুকুমার ভৌমিকের ছেলে শুভঙ্কর। মঙ্গলবার সকালে শুভঙ্করের ছোট ভাইয়ের মোবাইলে খবর আসে শুভঙ্কর শহীদ হয়েছে। জানা যায় জম্মু কাশ্মীরের সিয়াচিন গেলেসিয়া এলাকায় কর্তব্যরত ছিল শুভঙ্কর। সেই সময় তুষার ধসে গুরুতর ভাবে আহত হয় সে। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। বুধবার সন্ধ্যায় শহীদ শুভঙ্করের কফিন বন্দি দেহ রাজ্যে পৌছায়। এমবিবি বিমানবন্দরে আগে থেকে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ইন্ডিয়ান আর্মির আধিকারিকরা। এমবিবি বিমানবন্দরে শহীদ শুভঙ্কর ভৌমিকের মৃতদেহে ফুলের বুকে দিয়ে শেষ শ্রদ্ধা জানান রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, পশ্চিম জেলার পুলিস সুপার, ইন্ডিয়ান আর্মির আধিকারিকরা। ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয় শহীদ শুভঙ্কর ভৌমিককে। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু জানান জম্মু কাশ্মীরের সিয়াচিনে আত্মবলিদান দিয়েছে রাজ্যের বীর সন্তান শুভঙ্কর ভৌমিক। ত্রিপুরা রাজ্যের বীর সন্তান শহীদ হয়েছে। এদিকে প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন সোমবার রাতে কর্তব্যরত অবস্থায় শুভঙ্কর ভৌমিকের উপরে তুষার ধস পরে। রাতের বেলায় তাকে উদ্ধার করা যায়নি। মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করা হলেও, তাকে আর বাঁচানো যায়নি। এটা একটা বেদনা দায়ক ঘটনা। দেশকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছে শুভঙ্কর ভৌমিক। বৃহস্পতিবার শহীদের কফিন বন্দি মৃতদেহ নিয়ে যাওয়া হবে অমরপুরের বীরগঞ্জ গ্রামে তার নিজ বাড়িতে।সেখানেই হবে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য।

Related posts

CM pays tribute to martyred Indian Army soldier Subhankar Bhowmik

State Govt and Tata Technologies sign MoA for upgrading ITIs

টাটা টেকনোলজির সঙ্গে শিল্প দপ্তরের মৌ স্বাক্ষর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে