নয়া জাতীয় শিক্ষা নীতি বাতিলের আওয়াজ উঠবে ডিএসও-র সর্বভারতীয় সম্মেলনে

আগরতলা : ডিএসও-র সর্বভারতীয় সম্মেলনে যোগ দিতে ত্রিপুরা থেকে ২৫ জনের প্রতিনিধি ট্রেনে রওয়ানা দিল। এআইডিএসও-র দশম সর্বভারতীয় ছাত্র সম্মেলন হবে নতুন দিল্লীর তালকোটরা স্টেডিয়ামে। ২৮ ও ২৯ নভেম্বর হবে এই সম্মেলন। সম্মেলনে অংশ নিতে ত্রিপুরা থেকে ২৫ জনের প্রতিনিধি দল শনিবার দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। আগরতলা রেল স্টেশন থেকে রেলে করে রাজ্যের প্রতিনিধিরা দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়। সংগঠনের রাজ্য কমিটির এক নেতৃত্ব জানান শিক্ষার উপর ক্রমশ আক্রমণ করা হচ্ছে। ফলে শিক্ষা বর্তমানে বাজারের পণ্যে পরিণত হয়েছে। তাই এ.আই.ডি.এস.ও দাবি জানিয়ে আসছে নয়া শিক্ষা নীতি অবিলম্বে বাতিল করা হোক। নয়া জাতীয় শিক্ষা নীতি শিক্ষার প্রান সত্তাকে নষ্ট করবে। এই পরিস্থিতিতে দাড়িয়ে ডিএসও-র দশম সর্বভারতীয় ছাত্র সম্মেলন হবে নতুন দিল্লীর তালকোটরা স্টেডিয়ামে। সেই সম্মেলনে অংশগ্রহণ করতে রাজ্য থেকে ২৫ জন প্রতিনিধি শনিবার দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। সম্মেলনে বিভিন্ন নবিশ্যে আলোচনা হবে। উঠে আসবে নয়া জাতীয় শিক্ষা নীতির বিষয়ও।

Related posts

Govt committed to develop sports infrastructure in urban, rural areas: CM

প্রথমবারের মতো ত্রিপুরায় আসছেন দেশের খ্যাতনামা সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল

অটল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে মুখ্যমন্ত্রী