Home First post প্রতাপগড় মন্ডলে দলীয় কার্যকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ মুখ্যমন্ত্রীর

প্রতাপগড় মন্ডলে দলীয় কার্যকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ মুখ্যমন্ত্রীর

দেশের মানুষকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করতে বিভিন্ন উদ্ভাবনী কাজ করছেন প্রধানমন্ত্রী

by sokalsandhya
0 comments

আগরতলা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর মানুষের আস্থা রয়েছে। তিনি দেশের মানুষকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করতে বিভিন্ন উদ্ভাবনী কাজ করেছেন। হর ঘর তিরঙ্গা, মেরি মাটি মেরি দেশ ইত্যাদি দেশাত্মবোধক ভাবনা এনেছেন। আগামীতে এমন একজন প্রধানমন্ত্রী পাওয়া যাবে কিনা সেনিয়ে সংশয় রয়েছে। গতকাল মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টির আশানুরূপ সাফল্যের নেপথ্যে রয়েছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি দেশের যুব শক্তির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।

রবিবার ১৩ প্রতাপগড় বিধানসভার অধীন বনকুমারী বগলা মাতা মন্দির পরিসরে দলীয় সহকর্মীদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ কার্যক্রম শ্রবণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

এই কার্যক্রমে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, জ্ঞান ছাড়া কিছু হবে না। আগামীদিনে দেশ তাদের হাতে থাকবে যাদের জ্ঞান রয়েছে। জ্ঞানই সত্যি বলবে এবং জ্ঞানের মাধ্যমে আগামীদিনে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। যুবদের উদ্ভাবনী চিন্তাভাবনা করতে হবে। যাতে আমাদের সবার গর্ব হয়। প্রতাপগড় এলাকা থেকে রাষ্ট্রপতি ভবনে একজনকে সম্মানিত করা হয়েছে। যা আমাদের জন্য খুবই গর্বের। এজন্য নাম পাঠাতে হয়েছে এবং তাকে আমন্ত্রণ জানিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার ‘মন কি বাত’ কার্যক্রমের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কার্যক্রমে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন অজানা ও উদ্ভাবনী তথ্য তুলে ধরেন তিনি। আর নভেম্বর মাসের শেষ রবিবার অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রীর ১১৬ তম মন কি বাত কার্যক্রম। আজকের পর্বে যুবশক্তি দ্বারা বিভিন্ন সদর্থক প্রয়াস, ভিন্ন ভিন্ন দেশে থাকা ভারতীয়দের ইতিহাস সংরক্ষণ, প্রকৃতি সংরক্ষণের বিভিন্ন প্রয়াস সম্পর্কে তিনি আমাদের অবহিত করেন।

এদিন মন কি বাত কার্যক্রম শ্রবণের জন্য ভারতীয় জনতা পার্টির ব্যাপক অংশের কার্যকর্তা সমবেত হন। অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, কাজের কোন বিকল্প নেই। কাজের মাধ্যমেই দেশ ও রাজ্যের বিকাশে সামিল হতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর দেশবাসীর বিপুল আস্থা রয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল থেকেই প্রধানমন্ত্রী মোদির উপর মানুষের আস্থা প্রমাণিত হয়েছে। যদিও নিন্দুকেরা অনেক কথা বলে থাকে। কিন্তু প্রধানমন্ত্রী মানুষের সার্বিক কল্যাণেই নিরন্তর কাজ করে যাচ্ছেন। এদিন ফের একবার কংগ্রেস ও কমিউনিস্টদের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির কোন বিকল্প নেই। জনগণের কল্যাণের জন্য গতানুগতিক কর্মসূচির বাইরে গিয়ে তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। এজন্য দলীয় কার্যকর্তাদের আরো আন্তরিক ভূমিকা নিয়ে কাজ করতে হবে।

মুখ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় দেশের যুব শক্তি নিয়ে গর্ব করেন। বিদেশে গেলেও বারবার ভারতবর্ষের যুব শক্তির কথা তুলে ধরেন তিনি। এছাড়া তিনি প্রায় সময় যুবদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে সেটা বাস্তবে প্রতিফলিত করেন। বর্তমান ছেলেমেয়েদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা রয়েছে। দেশের মোট জনসংখ্যার ৬০ থেকে ৬৫ শতাংশ যুব শক্তি। যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles