মরশুমে দ্বিতীয় জয় অর্জন করলো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব

আগরতলা : মরশুমে নিজেদের দ্বিতীয় জয় অর্জন করলো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা। রবিবার ভোলাগিরি মাঠে জে আরসি দল প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয় তথ্য সংস্কৃতি দপ্তরের। দারুণ বিষয় হলো টসে জয়লাভ করে জে আর সি দলের অধিনায়ক ম্যাচে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যাটসম্যানরা ১৬.২ ওভারে১০ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ৮৭ রান। ব্যাট হাতে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষে জিবেশ দেববর্মা ১৪, পার্থ চক্রবর্তী ২১, দেবাশীষ দাস ৬, বিম্বিসার ভট্টাচার্য ৫, মৃণাল ভৌমিক উল্লেখযোগ্য মেজাজে ২১ রান করেন। এছাড়া বাকি ব্যাটসম্যানরা ও চেষ্টা করেন স্কোরবোর্ডে রান সংগ্রহ করার জন্য। জে আর সির হয়ে জাকির হোসেন ১৫ রান দিয়ে ৪টি উইকেট নেয়। এছাড়া বিশ্বজিৎ দেবনাথ ২ ওভারে ৪ রান দিয়ে ২টি এবং ১টি করে উইকেট নেয় অভিষেক দে, প্রসেনজিৎ সাহা,তাপস দেব ও দিব্যেন্দু দেরা। জয়ের জন্য জে আর সির সামনে টার্গেট দাঁড়ায় ৮৮ রানের। ব্যাট করতে নেমে যদি ও শুরুটা নড়বড়ে হয় জে আরসির। তবে পরবর্তীতে মাঠে নেমে মেঘধন দেব ও মিল্টন ধর দারুণ ব্যাটিংয়ের মহড়া তুলে ধরে। মেঘধন ও মিল্টন একদমই সাবলীল মেজাজে ব্যাট করে ১০.২ ওভারে জয়ের রান হাসিল করে নেয়। ব্যাটে মিল্টন ২৬ বলে ৪৫ ও মেঘধন দেব ২৪ বলে ৩১ রানে নট আউট থেকে দলকে জয় এনে দিতে সক্ষম হলেন। বলে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষে একটি করে উইকেট নেন পার্থ চক্রবর্তীর ও রাজেশ হালামরা। ম্যাচের পর হলো প্রাইজ গিভিং। ম্যাচের সেরা ক্রিকেটার হলেন জে আর সির জাকির হোসেন। রানার্স দল তথ্য সংস্কৃতি দপ্তরের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দিলেন জে আর সির সম্পাদক অভিষেক দে। পরবর্তীতে চ্যাম্পিয়ন দল জে আর সির হাতে ট্রফি তুলে দিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। দিনটি এক দারুণ পরিবেশের মধ্য দিয়ে অতিবাহিত করলেন দুই দলের সদস্যরা। ম্যাচের পর তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য বললেন, এই ম্যাচ খেলে তিনি সত্যিই আনন্দিত। এমন ম্যাচ যাতে আগামীতে আরো হয় তারও প্রত্যাশা ব্যক্ত করলেন তিনি।জে আর সির অধিনায়ক অভিষেক দে বললেন, ক্রিকেটটা তো শুধু একটা বাহানা, এই প্রীতি ম্যাচের মধ্য দিয়ে দুই দলের মধ্যে এক অনাবিল সম্পর্ক তৈরি হল। যা আগামী দিনেও অটুট থাকবে।

 

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি