রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালালো ট্রাফিক পুলিশ

আগরতলা : যানজট রোজনামচা হয়ে দাঁড়িয়েছে রাজধানীর ব্যস্ততম মহারাজগঞ্জ বাজার।এবার রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালালো ট্রাফিক পুলিশ। মহারাজগঞ্জ বাজারে নিত্যদিন লেগে থাকে যানজট। যত্রতত্র গাড়ি লোডিং আনলোডিং করার ফলে সৃষ্টি হয় যানজট। এক দুই জন ট্রাফিক পুলিশ থাকলেও তাদের পক্ষে মহারাজগঞ্জ বাজারকে যানজট মুক্ত রাখা সম্ভব হয় না। সোমবার ট্রাফিক ডিএসপি সুধাম্বিকা আরের নেতৃত্বে ট্রাফিক পুলিশের জাম্বো টিম মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়। এইদিন শেষবারের মতো রাস্তার পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা যানবাহনের মালিক ও চালকদের সতর্ক করে দেওয়া হয়। ট্রাফিক ডিএসপি সুধাম্বিকা আর জানান এদিন বিশেষ অভিযান চালানো হচ্ছে। এইদিন যান চালকদের সতর্ক করে দেওয়া হয়েছে। তারপরও যারা নির্দেশিকা মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখন দেলহার আগামীতে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ?

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন