আগরতলা : পুরনো রাজভবনকে বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল।পাঁচতারা হোটেল খোলার জন্য তাজ গ্রুপকে পূরানো রাজভবন দেওয়ার বিরোধিতা করে এবার পথে নামলো ওয়াইটিএফ। বুধাব্র সংগঠনের তরফে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করা হয়। রাজধানীর রবীন্দ্রভবনের সামনে থেকে বের হয় বিক্ষোভ মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম জেলা শাসক অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি সাক্ষাৎ করেন জেলা শাসকের কাছে। দাবি সনদ তুলে ধরেন নেতৃত্ব। তারা বলেন, তাজ গ্রুপ হোটেল খুলবে ভালো কথা। কিন্তু পুরনো রাজ ভবনের জায়গা কেন? ত্রিপুরায় বহু জায়গা রয়েছে, সেসব স্থানে তাজ গ্রুপকে জায়গা দেওয়া যায়। সংগঠনের নেতৃত্ব এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন, রাজ্যের ঐতিহ্য- কৃষি- সংস্কৃতিকে যাতে ধ্বংস করা না হয়। এদিনের মিছিলে প্রচুর জনজাতি যুবক- যুবতী অংশ নেয়।