আগরতলা : বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন ইতিমধ্যে রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে কথা বলেছেন। সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালানোর জন্য বলা হয়েছে।বদলের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান বাংলাদেশের সমস্যা আন্তর্জাতিক সমস্যা। কেন্দ্রীয় সরকার সার্বিক বিষয়ের উপর নজর রাখছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বার্তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান সার্বিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।