বেকার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে—মুখ্যমন্ত্রী

আগরতলা : বেকার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকার স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। স্বচ্ছতা বজায় রেখে সরকারি শূন্যপদ গুলি পূরণ করা হচ্ছে যাতে করে কাউকে চাকরি হারাতে না হয়। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর এখনো পর্যন্ত প্রায় ১৩ হাজার সরকারি চাকরি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রদেশ যুব মোর্চার ঐতিহাসিক নমোঃ যুবা যাত্রার সমাপ্তিতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শেষ হল প্রদেশ যুব মোর্চার ঐতিহাসিক নমোঃ যুবা যাত্রা। বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সমাবেশের মধ্যদিয়ে এই যুবা যাত্রার সমাপ্তি হয়। সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক ভগবান চন্দ্র দাস, বিধায়ক শম্ভু লাল চাকমা, প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা। এদিনের সমাবেশে যুব মোর্চার কর্মী সমর্থকদের পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন , যুব সমাজ বর্তমানে নেশার দিকে ধাবিত হচ্ছে। তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। অন্যথায় সমাজ পরিবর্তন সম্ভব নয় বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন, ২০১৮ সালের পর ত্রিপুরা রাজ্যের চিত্র পরিবর্তন হয়ে গেছে। ভারসাম্য রক্ষা করে বর্তমান রাজ্য সরকার রাজ্যকে চালাচ্ছে। বামফ্রন্ট ও কংগ্রেসের পিছনে ঘুরে ঘুরে বহু যুবক যুবতীর জীবন নষ্ট হয়ে গেছে। এখনো যারা বিজেপি দলে সামিল হয়নি তাদের প্রতি আহ্বান জানান বিজেপি দলে যোগদান করার জন্য। বামফ্রন্ট কংগ্রেস বুঝতে পারছে না আগামিদিনে রাজ্যে কি হবে। তাই তারা ইচ্ছা করে কিছু দিন পর পর অভিযোগ করছে রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কোন কিছু নেই। বামফ্রন্ট ও কংগ্রেসের ফাঁদে পা না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী