আগরতলা : গ্রাহকদের ঠকানোর অভিযোগ উঠল রাজধানীর ৩ স্বনামধন্য জুয়েলারির বিরুদ্ধে। বৃহস্পতিবার লিগ্যাল মেট্রলজী ডিপার্টমেন্টের আধিকারিকরা রাজধানী বিভিন্ন জুয়েলারিতে পর্যবেক্ষণে যান । সেই পর্যবেক্ষণে ধরা পড়ে গ্রাহকদের ঠকানোর বিষয়টি। লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের এক আধিকারিক জানান তাদের এটি নিয়মমাফিক পর্যবেক্ষণ ।তবে এদিন তারা শ্যামসুন্দর কোং জুয়েলার্স, এমপিপি জুয়েলার্স ও স্বর্ণকমল জুয়েলার্সে বিভিন্ন ওজন ও পরিমাপ যন্ত্রে কিছুটা গরমিল পান। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি নিয়ে তাদেরকে শুধরানোর সুযোগ দেন ।তবে তাদের থেকে জরিমানা আদায় করা হবে এবং এগুলি সঠিকভাবে ব্যবহার করতে পারবে জুয়েলারি গুলি। প্রশ্ন হচ্ছে এভাবে প্রতিনিয়ত কেন জুয়েলারি গুলিতে নজরদারি চালানো হয় না সংশ্লিষ্ট দপ্তর থেকে ।তাহলে হয়তো আরো আগেই তা ধরা পড়তো।
গ্রাহকদের ঠকানোর অভিযোগ রাজধানীর তিন জুয়েলারির বিরুদ্ধে
96