রাজধানীতে রাজ্যভিত্তিক রেড রান প্রতিযোগিতা ঘিরে সাড়া

oplus_0

আগরতলা : ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়।বিশ্ব এইডস দিবসে প্রতিবছরের মতো এবারো বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে রাজ্যে। রবিবার ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে হয় রাজ্যভিত্তিক রেড রান প্রতিযোগিতা। রাজধানীর উমাকান্ত মাঠ থেকে শুরু হয় রেড রান প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।অতিথিরা পতাকা নেড়ে রেড রান প্রতিযোগিতার সূচনা করেন। প্রতিযোগিতার উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গিত্যে বলেন জেলা স্তরের রেড রান প্রতিযোগিতায় যারা নির্বাচিত হয়েছে, তারাই রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এইডস-র বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যুব সমাজকে সবচেয়ে বেশি সচেতন করার উপরে জোর দেন।

Related posts

প্রচুর পুলিস-আধা সামরিক বাহিনী মোতায়েন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে

নারিকেলকুঞ্জে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট ২০২৪’র উদ্বোধন

আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিস আপাতত বন্ধ ভিসার দেওয়ার কাজ