আগরতলা : রবি মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়কমূল্যে ধান ক্রয় শুরু হবে ১৯ ডিসেম্বর থেকে। একথা জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।সোমবার কৃষি দপ্তর ও খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন মন্ত্রী রতন লাল নাথ ও মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান এবার রবি মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হবে ১৯ ডিসেম্বর থেকে। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর থেকে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয়। প্রতি বছর দুইবার ধান ক্রয় করা হয়। যতদিন এই সরকার থাকবে ততদিন কৃষকদের কাছ থেকে বছরে দুই বার ধান ক্রয় করা হবে। গত খারিফ মরশুমে সারা রাজ্য থেকে ১৬ হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এবার রবি মরশুমে ২১ হাজার ৩১৫ মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। জিরানিয়ার মাধববাড়ি ট্রাক টার্মিনাল থেকে রাজ্য ভিত্তিক ধান ক্রয় প্রক্রিয়া শুরু করা হবে। সমগ্র রাজ্যের ৪৯ টি ধান ক্রয় কেন্দ্রে ধান ক্রয় প্রক্রিয়া এক মাস ব্যাপী চলবে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ এবং কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস।এবার রবি মরশুমে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ২৩ টাকা মূল্যে ধান ক্রয় করা হবে।
রবি মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়কমূল্যে ধান ক্রয় শুরু হবে ১৯ ডিসেম্বর থেকে
68
previous post